সংসদে নারী আসনসহ ১৪ বিষয়ে ঐকমত্য, বৃহস্পতিবার চূড়ান্ত আলোচনা

প্রকাশ :

সংশোধিত :

সংসদে সংরক্ষিত নারী আসন একশতে উন্নীত করাসহ মোট ১৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার (৩১ জুলাই) আলোচনা শেষে তিনি জানান, কয়েকটি বিষয়ে ভিন্নমত (নোট অভ ডিসেন্ট) থাকলেও সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয়নি। নারী প্রতিনিধিত্ব বাড়াতে বিদ্যমান সংরক্ষিত আসন পদ্ধতি বহাল রেখে সংবিধান সংশোধনের সিদ্ধান্ত হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ন্যূনতম ৩৩% নারী সদস্য না হওয়া পর্যন্ত ৫% নারী মনোনয়ন চালু থাকবে এবং সংরক্ষিত আসনের মেয়াদ বাড়িয়ে ২০৪৩ সাল পর্যন্ত বহাল রাখা হবে।

প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েও প্রস্তাব এসেছে, যেখানে বলা হয়েছে—প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি যেন নিয়োগ দিতে না পারেন।

আলী রীয়াজ আরও জানান, আগামীকাল (১ আগস্ট) বাকি বিষয়গুলোর ওপর আলোচনা শেষ হবে বলে আশা করা হচ্ছে, এবং প্রাথমিকভাবে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা ইতোমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর